বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১:৫৯, ৮ জানুয়ারি ২০২৬
বলিউড অভিনেত্রী রাশমিকা মন্দনা। ছবি: সংগৃহীত
বছরের শুরুতেই কোটি কোটি রুপি কর দিয়ে নিজ জেলার শীর্ষ করদাতা হলেন বলিউড অভিনেত্রী রাশমিকা মন্দনা। ভারতের কর্ণাটকের কোডাগু জেলার শীর্ষ করদাতা হয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ এর প্রতিবেদন থেকে জানা যায়, কাজের কারণে কখনও মুম্বাই, কখনও চেন্নাই, কখনও হায়দরাবাদে থাকতে হয় রাশমিকাকে। কিন্তু তার জন্ম কর্নাকে। সেখানেরই কোডাগু জেলার করদাতা তিনি।
চলতি বছরের শুরুতে করদাতাদের কর প্রদানের সময় এলে আয়কর প্রতিষ্ঠানে নিজে উপস্থিত হয়ে ভারত সরকারকে কর প্রদান করেন নায়িকা।
জানা যায়, চলতি বছর ৪.৬৯ কোটি রুপি কর দিয়েছেন রাশমিকা। কোডাগু জেলায় এটিই এখন পর্যন্ত একজন করদাতার দেয়া সর্বোচ্চ অর্থ।
তাই ভারতের আয়কর কর্তৃপক্ষ জানিয়েছে, কোডাগু জেলায় শীর্ষ করদাতার তালিকায় রাশমিকাই নাম্বার ওয়ান। নিজ জেলায় তার সর্বোচ্চ আয়ের কারণ মূলত সিনেমা ইন্ডাস্ট্রিতে তার জনপ্রিয়তা।
কন্নড়ের পাশাপাশি তেলেগু, তামিল, বলিউড ইন্ডাস্ট্রিও অভিনয় আর রূপের গুণে দাঁপিয়ে বেড়াচ্ছেন রাশমিকা মন্দনা। ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে গত বছরের শেষে বাগদান সেরেছেন। আগামী ফেব্রুয়ারি মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী।
সূত্র: নিউজ ১৮