প্র্রতিনিধি
প্রকাশ: ১৭:০৫, ৯ জানুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ার হাট এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের একজন নৌবাহিনীর সদস্য। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে হওয়া এই ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি কাঠবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায়।
নিহতরা হলেন মীরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার নাফিজ আহমেদ অয়ন (১৮), চাঁদগাঁও থানার ছাবিতুন নাহার (২৫) এবং গাইবান্ধার ফুলছড়ি থানার মিন্টু মিয়া (৪৫)। এদের মধ্যে নাফিজ আহমেদ নৌবাহিনীর সদস্য।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সেন্টমার্টিন ট্রাভেলসের একটি ডাবল ডেকার স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনায় বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করা হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানিয়েছেন, আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ট্রাক চালক পলাতক। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।