ঢাকা, রোববার, ১১ জানুয়ারি ২০২৬

২৭ পৌষ ১৪৩২, ২১ রজব ১৪৪৭

 দেড়শর আগেই অলআউট নোয়াখালী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২:৪৫, ৯ জানুয়ারি ২০২৬

 দেড়শর আগেই অলআউট নোয়াখালী

ছবি :সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে এখনও জয়ের দেখা পায়নি নোয়াখালী এক্সপ্রেস। আগের ৬ ম্যাচের সবগুলোতেই হেরেছে তারা। আজ অবশ্য রংপুরের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিল নোয়াখালী। তবে মোস্তাফিজ-মৃত্যুঞ্জয়দের নিয়ন্ত্রিত বোলিংয়ে আজও দেড়শ রান পার করতে পারেনি তারা। শেষ ওভারে হ্যাটট্রিক পূরণ করেছেন মৃত্যুঞ্জয়। আর তাতেই ১ বল বাকি থাকতে ১৪৮ রানে অলআউট হয় নোয়াখালী।

ইনিংসের ১১তম ওভারে পরপর দুই বলে সৌম্য ও নবীর উইকেট তুলে নেন খুশদিল শাহ। আর তাতেই রানের গতি কমে যায়। শেষ ওভারে মাহিদুল ইসলাম অঙ্কন, জহির খান ও বিলাল সামিকে পরপর তিন বলে আউট করে হ্যাটট্রিক পূরণ করেন মৃত্যুঞ্জয় চৌধুরী। যদিও আগের দুই ওভারে কোনো উইকেট পাননি এই বোলার। শেষ পর্যন্ত জাকের আলীর ৩৮ ও অঙ্কনের ২৮ রানে ভর করে ১৪৮ রানের পুঁজি পায় নোয়াখালী।

 ভাগ্য যেন কোনোভাবেই সহায় হচ্ছে না নোয়াখালীর। শুক্রবার (৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস ভাগ্যটাও পক্ষে আসলো না তাদের। টসে জিতে অবশ্য নোয়াখালীকে আগে ব্যাট করতে পাঠায় রংপুর রাইডার্স। 
 
উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় নোয়াখালী এক্সপ্রেস। শাহাদত হোসেন দিপু ও সৌম্য সরকার ২ ওভারেই যোগ করেন ২৫ রান। তৃতীয় ওভারের প্রথম বলেই দিপুকে বোল্ড করে এই জুটি ভাঙেন মোস্তাফিজ। আউট হওয়ার আগে দিপুর ব্যাট থেকে আসে ৮ বলে ১৪ রান।  
 
দ্বিতীয় উইকেট জুটিতে ৪৩ রান যোগ করেন সৌম্য ও হাবিবুর রহমান সোহান। দলীয় ৬৮ রানের মাথায় মুকিম সুফিয়ানের বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সোহান। ফেরার আগে ১৬ বলে করেন ৩০ রান। 
 
১১তম ওভারে বল করতে এসে প্রথম দুই বলেই সৌম্য ও নবীকে ফেরান খুশদিল শাহ। সৌম্য ২৭ বলে করেন ৩১ রান, আর নবী আউট হন প্রথম বলেই। 
 
এক প্রান্ত আগলে রেখে ধীরগতিতে ব্যাট করতে থাকেন জাকের আলী অনিক। ৩৭ বল খেলে রান করেছেন মাত্র ৩৮। ১৯তম ওভারের দ্বিতীয় বলে মোস্তাফিজকে তুলে মারতে গিয়ে লং অফে লিটনের হাতে ধরা পড়েন জাকের। পরের বলেই মেহেদী হাসান রানাকে বোল্ড করেন ফিজ। 
 
শেষ ওভারে পরপর তিন বলে ফেরেন অঙ্কন, জহির ও বিলাল। রংপুরের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান ও মৃত্যুঞ্জয় চৌধুরী। এছাড়া খুশদিল শাহ ২টি, নাহিদ রানা ও মুকিম নেন ১টি করে উইকেট।

আরও পড়ুন