ঢাকা, রোববার, ১১ জানুয়ারি ২০২৬

২৭ পৌষ ১৪৩২, ২১ রজব ১৪৪৭

চাঁপাইনবাবগঞ্জে জীবাশ্ম জ্বালানী বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০০:০২, ১০ জানুয়ারি ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জীবাশ্ম জ্বালানী বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

ছবি:বাংলার চোখ

নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা ও স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শুক্রবার দুপুরে নাগরিক সংগঠন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম– চাঁপাইনবয়াবগঞ্জ, প্রতিবেশ ও উন্নয়ন কর্মজোট (বিডব্লিউজিইডি), প্রান্তজন এবং ক্লিন যৌথভাবে স্থানীয় একটি হোটেলে এই সামাজিক পরামর্শ সভার আয়োজন করে।

এ সময় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারের প্রয়োজনীয়তা, সম্ভাবনা ও সুফল তুলে ধরা এবং রুফটপ সোলার স্থাপনের মাধ্যমে কীভাবে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে সে বিষয়ে স্থানীয় অংশীজনদের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে সবাইকে তা অবহিত করা। এছাড়া সভায় জ্বালানি সংকট মোকাবিলা, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস এবং পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়।

সেমিনারে প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম চাঁপাইনবয়াবগঞ্জের সদস্য সচিব, প্রান্তজন ট্রাস্টের ফিল্ড কো-অর্ডিনেটর, বীর মুক্তিযোদ্ধা. সমাজসেবক, নারী ইউপি সদস্য, তরুণ সংগঠক স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

আরও পড়ুন