ঢাকা, রোববার, ১১ জানুয়ারি ২০২৬

২৮ পৌষ ১৪৩২, ২২ রজব ১৪৪৭

কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির কম্বল বিতরণ 

টাঙ্গাইল প্রতিনিধি  

প্রকাশ: ২২:৩১, ১০ জানুয়ারি ২০২৬

কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির কম্বল বিতরণ 

ছবি:বাংলার চোখ

টাঙ্গাইলের কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির কম্বল বিতরণ কর্মসূচী সফলভাবে সম্পন্ন হয়েছে। 
১ জানুয়ারি থেকে শুরু করে ১০ জানুয়ারি পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত ছিলো। কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার এ কার্যক্রমের উদ্বোধন করেন।সর্বশেষ পাইকড়া ইউনিয়নের সিংহটিয়া মাদ্রাসা ও দুর্গাপুর ইউনিয়নের ইসলামপুর দারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণের মধ্যদিয়ে এ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন।

সমাপনী দিনে সংগঠনের সদস্য সচিব এডভোকেট খন্দকার মনিরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মতিন, রহিমা আক্তার, উপজেলা সংগঠক হাবিবুর রহমান ঠান্ডু, সংগঠক আফজাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির আয়োজনে শীতার্ত অসহায় এতিম দু:স্থ,ও ছিন্নমূল মানুষের মধ্যে সপ্তাহব্যাপী কম্বল বিতরণ কর্মসূচী গ্রহণ করে।

পরবর্তীতে শীতের তীব্রতা বাড়ায় এ কর্মসূচি ৭ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়। কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা কমিটির নিজস্ব অর্থায়নে নাগবাড়ি ইউনিয়নের নওপাড়া মদিনাতুল উলুম কওমী মাদ্রাসা, সহদেবপুর ইউনিয়নের শোলাকুড়া রিয়াজুল জান্নাহ মাদ্রাসা,নারান্দিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা,পাইকড়া ইউনিয়নের সিংহটিয়া কওমী মাদ্রাসা,দূর্গাপুর ইউনিয়নের ইসলামপুর দারুল উলুম কওমী মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও এতিমদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কালিহাতী উপজেলা সদরের বিভিন্ন এলাকায় রাতের বেলায় ছিন্নমূল অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আরও পড়ুন