ঢাকা, রোববার, ১১ জানুয়ারি ২০২৬

২৮ পৌষ ১৪৩২, ২২ রজব ১৪৪৭

আন্দোলনে কারাবরণকারী বিএনপি নেতাকর্মীদের মিলন মেলা

শাহরিয়ার মিল্টন , শেরপুর

প্রকাশ: ২০:০৭, ১০ জানুয়ারি ২০২৬

আন্দোলনে কারাবরণকারী বিএনপি নেতাকর্মীদের মিলন মেলা

ছবি:বাংলার চোখ

গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের দমনপীড়নের শিকার হয়ে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কারাবরণকারী বিএনপি নেতাকর্মীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে এ মিলন মেলার আয়োজন করা হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

উপজেলা বিএনপি আয়োজিত এ মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত, আপসহীন ও সাহসী জননেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। ব্যক্তিগত জীবনে সীমাহীন ত্যাগ ও বেদনা ধারণ করেও তিনি কখনো স্বৈরাচারী শক্তির কাছে মাথা নত করেননি। নির্যাতন, শোষণ ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল। তার রাজনৈতিক জীবন ত্যাগ ও সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। গণতন্ত্র রক্ষার আন্দোলনে যারা নির্যাতন, মামলা ও কারাবরণ সহ্য করেছেন, তারা ইতিহাসের সাহসী সৈনিক।

ফ্যাসিবাদী শাসনের বিররুদ্ধে বিএনপি’র নেতাকর্মীরা কখনো আপস করেনি, ভবিষ্যতেও করবে না।’ তিনি আরও বলেন, ‘এ উপজেলার যারা আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দমনপীড়নের শিকার হয়ে নির্যাতন, মামলা ও কারাবরণ সহ্য করেছেন, তারা ইতিহাসের সাহসী সৈনিক। আপনাদেও জাতি কখনও ভুলবে না। আজকের এই মিলন মেলা শুধু আনন্দের নয়, এটি আমাদের ঐক্য ও আন্দোলনের শক্তিকে নতুন করে শাণিত করার উপলক্ষ। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীকের জন্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সদস্য সচিচব মো. লুৎফর রহমান, যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান, মো. শামীম মোস্তফা প্রমুখ।

আয়োজকরা জানান, আন্দোলনে ত্যাগ স্বীকারকারী নেতাকর্মীদের সম্মান জানানো এবং পারস্পরিক ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এ মিলন মেলার আয়োজন করা হয়।

মিলন মেলায় ঝিনাইগাতী উপজেলার কারাবরণকারী সাত শতাধিক বিএনপি নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানজুড়ে ছিল স্মৃতিচারণ ও আলোচনা সভা। শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মো. আবুল হোসেন।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন