ঢাকা, রোববার, ১১ জানুয়ারি ২০২৬

২৮ পৌষ ১৪৩২, ২২ রজব ১৪৪৭

ঝালকাঠি-১ আসনের জামায়াতের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২০:১৭, ১০ জানুয়ারি ২০২৬

ঝালকাঠি-১ আসনের জামায়াতের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

ছবি :সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের জামায়াতের প্রার্থী ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কর্মকর্তা রেজওয়ানা আফরিন এ নোটিশ দেন।

নেটিশে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের জামায়াতের প্রার্থী ফয়জুল হকের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বা ধর্মকে ব্যবহার করে ভোট প্রার্থনার অভিযোগ আনা হয়েছে। তিনি সম্প্রতি একটি উঠান বৈঠকে ভোটারদের উদ্দেশ্যে বলেন, সুখটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে (ভোটার) ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লার দ্বারে কবুল হয়ে যায়, এমনও হতে পারে পিছদের সব মাফ করে দিয়ে আল্লাহ তো ভালোও করে দিতে পারে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে আপনাকে  জানানো যাচ্ছে যে আপনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ একজন প্রার্থী হওয়ার পরেও কমিটির নিকট প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্য, সংবাদ প্রতিবেদন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের উপাত্ত পর্যালোচনায় প্রতীয়মান হয়েছে যে, গত ৭ জানুয়ারি বুধবার রাতে রাজাপুর উপজেলায় অনুষ্ঠিত একটি নির্বচনী উঠান বৈঠকে আপনি জনসমক্ষে নিম্নরূপ বক্তব্য  প্রদান করেন। 'আমার ভাই হয়তো কোনদিনই ইবাদত করার সুযোগ পান নাই, ওই সুখটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়ে আল্লার দ্বারে কবুল হয়ে যায়, এমনও হতে পারে পিছদের সব মাফ করে দিয়ে আল্লাহ তো ভালোও করে দিতে পারে। উক্ত বক্তব্যটি ডেইলি ক্যাম্পাস ও আরটিভি অনলাইন সংবাদদ্যাধ্যমে প্রকাশিত হওয়ার মাধ্যমে কমিটির দৃষ্টিগোচর হয়। উক্ত বক্তব্যটি "Fayzul Huq The Youth Leader of Bangladesh (https://www.facebook.com/share/1C253MgSGT/) ফেজবুক পেইজ থেকে সরাসরি (লাইভ) সাম্প্রচার কর হয়। সেখানে আপনাকে প্রকাশ্যে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করতে দেখা যায়। নির্বাচনী প্রচারণায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বা ধর্মকে ব্যবহার করে ভোট প্রার্থনা করা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিবি ১৫ এর উপবিধি (ক) এবং সামাজিক যোগাযোগ মাধমে নির্বাচনী স্বার্থ হাসিল করার জন্য ধর্মীয় জাতিগত অনুভূতির অপব্যবহার করা হয়। এইরূপ কোনো কর্মকাণ্ডের প্রচার উক্ত বিধিমালা এর বিধি ১৬ এর উপবিধি (ঙ) এবং নির্দিষ্ট সময়ের পূর্বে নির্বাচনী প্রচারণা উক্ত বিধিমালার বিধি ১৮ এর স্পষ্ট লঙ্ঘন। 

সংসদ নির্বাচনে বিধিমালা, ২০২৫ এর বিবি ১৫ এর উপবিধি (ক) বিধি ১৬ এর উপবিধি (ঙ) এবং বিধি ১৮ এর লঙ্ঘন।
এরূপ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কেন বাংলাদেশ নির্বাচন কমিশনে অনুসন্ধান প্রতিবেদন প্রেরণ করা হবে না তৎমর্মে আপনাকে আগামী ১২ জানুয়ারি সোমবার সশরীরে উপস্থিত হয়ে জেলা জজ আদালতের দ্বিতীয় তলায় যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক রেজওয়ানা আফরিনের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হলো।’

এ বিষয়ে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের জামায়াতের প্রার্থী ফয়জুল হক বলেন, আমার বক্তব্যটি মিসলিড করা হয়েছে। একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের উদ্দেশে কথা বলতে হয়। সমাজে দাঁড়িওয়ালা, দাঁড়ি ছাড়া মানুষ, বিড়ি বা সিগারেট খায় এমন মানুষও আছেন। আমি বিশেষ করে দোকানে বসে বিড়ি খাওয়া মানুষদের উদ্দেশে বলেছি—আপনারা বিড়ি টানতে টানতেই দাঁড়িপাল্লায় একটি ভোট চাইবেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই সঠিক সময়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে প্রস্তুত।
 

আরও পড়ুন