ঢাকা, রোববার, ১১ জানুয়ারি ২০২৬

২৮ পৌষ ১৪৩২, ২২ রজব ১৪৪৭

রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০:৩২, ১০ জানুয়ারি ২০২৬

রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ছবি :সংগৃহীত

রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় ফাতেমা আক্তার লিলি (২৮) নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (১০ ডিসেম্বর) খিলগাঁও দক্ষিণ বনশ্রী ১০ তলার সামনে একটি টিনসেট বাড়ি থেকে ওই শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

খিলগাঁওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ফাতেমা আক্তার লিলি নামে ওই তরুণি অবিবাহিতা ও একটি কলেজে পড়াশোনা করে বলে জানতে পেরেছি। ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
 
ওসি আরও জানান, ঘটনার সময় বাসায় লিলি একাই ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন