মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি
প্রকাশ: ০০:০৩, ৬ জানুয়ারি ২০২৬
ছবি-বাংলার চোখ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (নবাবগঞ্জ-বিরামপুর,ঘোড়াঘাট-হাকিমপুর) আসনে দাখিল করা আটটি মনোনয়নপত্রের মধ্যে ৬ টি বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে ভোটার সমর্থক ফরমে ত্রুটির কারণ দেখিয়ে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।বাতিল হওয়া প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ ও আরেক স্বতন্ত্র প্রার্থী মোঃ আবদুল্লাহ।
রবিবার (০৪জানুয়ারি) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাইবাছাই শেষে এসব তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ও দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন—ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবু জাফর মোঃ জাহিদ হোসেন, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য আনোয়ারুল ইসলাম,আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টী) কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক ব্যারিষ্টার সানি আব্দুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর জেলা (দক্ষিণ) সভাপতি নুর আলম সিদ্দিক, জাতীয় পার্টির প্রার্থী রেজাউল হক এবংবাংলাদেশ সমাজ তান্ত্রিক দল বাসদের জেলা সদস্য আব্দুল হাকিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম জানান, বাতিল হওয়া প্রার্থীর জন্য নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আপিলের সুযোগ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করা হবে।