ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯:৫৩, ৭ জানুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
সীমান্তে ফেলানী হত্যার ১৫ বছর উপলক্ষে ভারতীয় দূতাবাস অভিমুখে আধিপত্যবাদবিরোধী মার্চ কর্মসূচি পালন করছে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা।
বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর বাঁশতলায় ভারতীয় দূতাবাসের সামনের রাস্তায় এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার প্রায় ১০০ জন সদস্য এই মার্চ নিয়ে আসেন।
মার্চটি বাঁশতলায় পৌঁছালে পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে আটকে দেন। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন।
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ’, ‘কাঁটাতারের ফেলানী, আমরা তোমাকে ভুলিনি’, ‘ওয়ান-টু-থ্রি-ফোর, ইন্ডিয়া নো মোর’, ‘এক-দুই-তিন-চার, ইন্ডিয়া তুই হুঁশিয়ার’, ‘ভারতের গোলামি চলবে না, চলবে না’ সহ নানা স্লোগান দিতে থাকেন এনসিপি নেতাকর্মীরা।