ঢাকা, শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

২৫ পৌষ ১৪৩২, ১৯ রজব ১৪৪৭

ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত: সারজিস

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০:৩৯, ৭ জানুয়ারি ২০২৬

ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত: সারজিস

ফাইল ছবি

সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিস্ট ইলিয়াস হোসেনের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী সারজিস আলম।
 
বুধবার দুপুরে পঞ্চগড়ের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করছিলেন তিনি। এ সময় সারজিস বলেন, ‘তিনি (ইলিয়াস হোসেন) যা করবেন, তাই করে পার পেয়ে যাবেন, এটা হতে পারে না। তার মন চাইল সোশ্যাল মিডিয়ায় যা-তা পোস্ট করে দিলো, মানুষকে বিভ্রান্ত করল, তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে না এটা হতে পারে না।’

সারজিস আরও বলেন, ‘আমরা মনে করি, এ ধরনের যারা আছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক হোক, অন্যান্য কোন উদ্দেশ্য হোক এগুলো চরিতার্থ করতেছে এবং মানুষের সম্মানহানি করছে, তাদের শুধু সোশ্যাল মিডিয়া, পেজ বা অ্যাকাউন্ট বন্ধ নয়, দেশে বা বিদেশে হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’

সংবাদ সম্মেলনে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন