ঢাকা, শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

২৫ পৌষ ১৪৩২, ১৯ রজব ১৪৪৭

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠিতে দোয়া 

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ০০:০১, ৮ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠিতে দোয়া 

ছবি :সংগৃহীত

‎বাংলাদেশের আপসহীন নেত্রী, বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি শের-ই-বাংলা ফজলুল হক কলেজ মাঠে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক সদর উপজেলা বিএনপির সভাপতি সরদার এনামুল হক এলিনের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, নির্বাচন পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য, গ্রাসরুট নেটওয়ার্কের লিড, দেশ গড়ার পরিকল্পনার অন্যতম সদস্য ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়াউদ্দিন হায়দার।
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু এবং ঝালকাঠি-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

‎প্রধান অতিথির বক্তব্যে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “আমাদের ম্যাডাম আজ আমাদের মাঝে নেই—এই বাস্তবতা ভাবতেই কষ্ট হয়। তিনি ছিলেন আপোষহীন নেত্রী, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। নির্বাচনের মাঠে তিনি কখনো পরাজিত হননি। দেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে তিনি কখনো আপোষ করেননি।”

‎জনগণের সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, “কৃষি পণ্যের ন্যায্য দাম পাওয়া যাবে কি না, নিরাপদ ও সুপেয় পানি মিলবে কি না, পানিতে আর্সেনিক ও লবণাক্ততার সমাধান কী, নদী-খাল-বিলে মাছ কমে যাওয়ার কারণ কী, কোথাও চর পড়ে আবার কোথাও ভাঙন হচ্ছে—এই সব সমস্যার সমাধান নিয়েই আমরা এগোচ্ছি। জনগণ আমাদের দায়িত্ব দিলে এসব সমস্যার জ্ঞানভিত্তিক ও টেকসই সমাধান করা হবে ইনশাআল্লাহ।”

‎দোয়া মাহফিল ঘিরে পুরো আয়োজনটি ছিল শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ। এতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, আইনজীবীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন