ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২২:৫০, ৮ জানুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
‘বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের অগ্নি মশাল’ মন্তব্য করে বাংলাদেশ ন্যাপ যুগ্ম মহাসচিব মিতা রহমান বলেন, ‘গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতি কখনোই ভুলতে পারে না। তিনি ছিলেন আপসহীন গণমানুষের নেত্রী। তিনি বেঁচে থাকবেন জনতার হৃদয়ে।’
বৃহস্পতিবার (৮ জানুয়ারী) শেরে বাংলা নগরে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ'র পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া সকল সংকটময় পরিস্থিতিতে নিজের জীবন বাজি রেখেছেন কিন্তু দেশ ছাড়েননি। তিনি সকল সময় বলতেন আমি বাংলাদেশ ও দেশের মানুষকে ছেড়ে কখনোই যাবো না। তাইতো কারা নির্যাতনসহ দীর্ঘ কারাবন্দি জীবনে অসুস্থ হয়েও আপোষ করেননি তিনি। এজন্যই খালেদা জিয়া বেঁচে থাকবেন সকল মানুষের হৃদয়ে।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপ কৃষি ও পল্লী উন্নয়ন সম্পাদক এএফ এম শরিফুল আলম, প্রচার সম্পাদক গোলাম মোস্তাকিম ভুইয়া, মহানগর সদস্য রিনা আক্তার, শান্তা বেগম, জোসনা বেগম, নাসিমা আক্তার প্রমুখ।