ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

২৬ পৌষ ১৪৩২, ২১ রজব ১৪৪৭

যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

ব্যবসায়িক ভ্রমণে ‘ভিসা বন্ড’ সহজ করার আহ্বান

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮:৩০, ৯ জানুয়ারি ২০২৬

ব্যবসায়িক ভ্রমণে ‘ভিসা বন্ড’ সহজ করার আহ্বান

ছবি :সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হওয়ার প্রেক্ষিতে ব্যবসায়িক ভ্রমণ সহজতর করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।  ওয়াশিংটন ডি.সি.-তে যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের  সাথে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ আহবান জানিয়ে বলেন, দুই দেশের মধ্যে বর্ধিত বাণিজ্যের ফলে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ার ছাড়াও সহকারী মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে পৃথক বৈঠক করেন।  এসময় বাংলাদেশের পক্ষ থেকে আলোচনায় আসা বিষয়গুলো নিয়ে তাঁর অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ এই সদস্য ।

বৈঠকে ড. খলিলুর রহমান বাংলাদেশের বেসরকারি খাতের জন্য ‘ডিএফসি’ অর্থায়নের সুযোগ প্রদান,  শুল্ক কমানো, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন । 
এসময় বাণিজ্য সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত সমাধানে উভয় পক্ষ একমত হন এবং অ্যাম্বাসেডর গ্রিয়ার এই বিষয়গুলোতে তাঁর পক্ষ থেকে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

বৈঠকে ওয়াশিংটন ডিসিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভের সহকারী ইউএসটিআর ব্রেন্ডান লিঞ্চসহ উভয় দেশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন বলে জানা গেছে ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে এখন থেকে বাংলাদেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত জমা দিতে হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তর ৬ জানুয়ারি ভিসা বন্ডের আওতাভুক্ত দেশগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করে। এতে বাংলাদেশসহ মোট ৩৮টি দেশের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

উৎস:মানবজমিন

আরও পড়ুন