স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫:০০, ৭ জানুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশ দলকে অবশ্যই ভারতে গিয়ে খেলতে হবে এমন কোনো নির্দেশনা আইসিসি দেয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি স্পষ্ট করে বলেন, এ বিষয়ে ইএসপিএন ক্রিকইনফোর প্রকাশিত প্রতিবেদনটি সত্য নয়।
বুধবার দেশের একটি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে বিসিবি সভাপতি জানান, আইসিসি কখনোই বলেনি যে বাংলাদেশকে ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে। আমাদের সঙ্গে আইসিসির একাধিক কর্মকর্তার নিয়মিত যোগাযোগ হচ্ছে।
মঙ্গলবার মধ্যরাতে ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশ নিতে চায়, তবে তাদের ভারতেই গিয়ে খেলতে হবে, অন্যথায় পয়েন্ট কর্তনের মুখে পড়তে হবে। এই খবরে রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
তবে এসব গুজব উড়িয়ে দিয়ে বুলবুল বলেন, আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে, আমরা কেন ভারতে যেতে চাচ্ছি না। আমরা ই-মেইলের মাধ্যমে জানিয়েছি, আমাদের নিরাপত্তাজনিত উদ্বেগ আছে। সেই কারণেই আমরা ভারতে খেলতে যেতে অনিচ্ছুক।
বিসিবি সভাপতি আরও জানান, আইসিসি সম্প্রতি আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে বিস্তারিতভাবে জানতে চেয়েছে কী ধরনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে এবং কেন বিসিবি মনে করছে যে ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ নন। এসব বিষয় লিখিত আকারে আইসিসির কাছে ব্যাখ্যা করা হবে।
তিনি বলেন, এই ব্যাখ্যা পাওয়ার পরই আইসিসি সিদ্ধান্ত নেবে। কিন্তু এর আগেই বলা হচ্ছে বাংলাদেশকে ভারতে খেলতেই হবে, না হলে বিশ্বকাপে ওয়াকওভার দিতে হবে এই তথ্য সম্পূর্ণ মিথ্যা।
সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও আইসিসির সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ না করেও বুলবুল জোর দিয়ে বলেন, আইসিসির অবস্থান নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। যার কোনো ভিত্তি নেই।