স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩:৩৭, ৫ জানুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
চলতি বিপিএলে এখন পর্যন্ত দুই ম্যাচে হেরেছে চট্টগ্রাম রয়্যালস। দুটোই রংপুর রাইডার্সের কাছে। যার শেষটা হয়েছে আজ সোমবার (৫ জানুয়ারি)। সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামকে ৫ উইকেটে হারিয়েছে রংপুর। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে তারা।
টস হেরে ব্যাটিংয়ে নামা চট্টগ্রাম ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান করে। জবাবে ১৮.৫ ওভারে ৫ উইকেটে ১৭০ রান তোলে রংপুর।
রান তাড়ায় ক্রিজে ঝড় তোলেন রংপুর ওপেনার কাইল মায়ার্স। ২৫ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৫০ রান আসে মায়ার্সের ব্যাট থেকে। তার ঝড় থামান আমের জামাল। অপর ওপেনার লিটন দাস অবশ্য ফিরে গেছেন ৮ বলে ১০রান করে। ডেভিড মালান ৩০ রান করলেও খেলেছেন সমান ৩০ বল। ১৫ বলে ১৭ রান করে তাওহিদ হৃদয় আউট হলে খানিকটা চাপে পড়ে রংপুর।
সেখান থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নেন মাহমুদউল্লাহ ও খুশদিল শাহ। প্রয়োজনের সময় আরও একবার জ্বলে ওঠেন মাহমুদউল্লাহ। মাঠ ছাড়েন দলকে জিতিয়ে। ১৯ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৩০ রানে অপরাজিত থাকেন তিনি। আউট হওয়ার আগে খুশদিল করেন ১২ বলে ২২ রান।
চট্টগ্রামের পক্ষে ৩৭ রানে ৩ উইকেট নেন শরিফুল ইসলাম। একটি করে উইকেট পান আবু হায়দার ও আমের জামাল।
ব্যাটিংয়ে চট্টগ্রামের উদ্বোধনী জুটি বড় সংগ্রহ গড়তে পারেনি। ২২ রানে বিদায় নেন নাঈম শেখ। মুস্তাফিজুর রহমানের ডেলিভারিতে লেগ বিফোর হওয়া নাঈম করেন ১৫ বলে ১৬। আরেক ওপেনার অ্যাডাম রসিংটন অবশ্য ছন্দে ছিলেন। তুলে নেন ফিফটি। রাকিবুল হাসানের বলে বোল্ড হওয়ার আগে ৬টি চার ও ২টি ছক্কায় খেলেন ৪১ বলে ৫৮ রানের ইনিংস।
ওয়ানডাউনে নেমে মাহমুদুল হাসান জয় হয়েছেন ব্যর্থ। ৭ বলে ১২ করে আকিফ জাভেদকে উইকেট দেন জয়। তবে, ফিফটির কাছাকাছি গিয়েছিলেন হাসান নাওয়াজ। ৩৮ বলে ৪৬ করেন নাওয়াজ। শেষ দিকে অধিনায়ক শেখ মেহেদির ৭ বলে ১৩ এবং আমের জামালের ১০ বলে ১৯ রানে ভর দিয়ে লড়াইয়ের পুঁজি পায় চট্টগ্রাম। মেহেদি-আমের দুজনই অপরাজিত ছিলেন।
রংপুরের পক্ষে ৪ ওভারে ৩২ রানের ২ উইকেট পান মুস্তাফিজ। ৪ ওভারে ১ মেডেনসহ ২৯ রানের জাভেদের শিকারও ২টি। এক উইকেট নেন রাকিবুল।
এই জয়ে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রংপুর। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে চট্টগ্রাম।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম রয়্যালস : ২০ ওভারে ১৬৯/৫ (নাঈম ১৬, রসিংটন ৫৮, জয় ১২, নাওয়াজ ৪৬, আসিফ ১, মেহেদি ১৩*, জামাল ১৯*; মায়ার্স ০.২-০-৯-০, রাকিবুল ৩.৪-০-৪২-১, আলিস ৪-০-২৫-০, জাভেদ ৪-১-২৯-২, মুস্তাফিজ ৪-০-৩২-২, খুশদিল ৪-০-৩০-০)
রংপুর রাইডার্স : ১৮.৫ ওভারে ১৭০/৫ (মায়ার্স ৫০, লিটন ১০, মালান ৩০, হৃদয় ১৭, মাহমুদউল্লাহ ৩০*, খুশদিল ২২, সোহান ৩*; শরিফুল ৪-০-৩৭-৩, আবু হায়দার ৩-০-২৯-১, মেহেদি ৪-০-৪৫-০, আমের ৪-০-৩৬-১, তানভীর ৩.৫-০-২৩-০)