স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০০:০৩, ৭ জানুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
যৌক্তিক কোনো কারণ ছাড়াই মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মূলত ভারতীয় উগ্রপন্থি হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির কাছে নতী স্বীকার করেই এই সিদ্ধান্ত নেয় বিসিসিআই। ভারতের এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে চাপা উত্তেজনাকে প্রকাশ্যে নিয়ে এসেছে।
ভারতের এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) নড়েচড়ে বসেছে। আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাওয়ার কথা ছিল বাংলাদেশের। টাইগারদের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ রাখা হয়েছিল ভারতে। তবে বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে দল পাঠাবে না বিসিবি। বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে।
এ নিয়ে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে ইমেইল করেছে বিসিবি। বাংলাদেশের এই সিদ্ধান্তে আইসিসিও ইতিবাচক সাড়া দিয়েছে। ফলে এখন অনেকটাই নিশ্চিত বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হবে। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়তে যাচ্ছে ভারত। যারা পরিমাণ কোটি কোটি টাকা।
বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচের মধ্যে তিনটিই রাখা হয়েছিল কলকাতার ইডেন গার্ডেনসে, একটি ম্যাচ ছিল মুম্বাইয়ে। ভাষা-সংস্কৃতিসহ নানা দিক থেকে বাংলাদেশের সাথে মিল রয়েছে কলকাতার। তাই ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের ম্যাচ মানেই গ্যালারিতে থাকত উপচে পড়া ভিড়।
ভারতীয় সংবাদ মাধ্যমে আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, ইডেনে দর্শক ধরে ৬৩ হাজার।
ওয়াংখেড়ের ক্ষেত্রে সংখ্যাটা ৩৩ হাজার। সব মিলিয়ে বাংলাদেশের ৪টি ম্যাচে প্রায় ২ লাখ ২২ হাজার টিকিট বিক্রি হওয়ার কথা।
আইসিসির নিয়ম অনুযায়ী, টিকিটের মালিকানা আইসিসি বিজনেস করপোরেশনের। যেহেতু ভারতীয় বোর্ড কেবল বিশ্বকাপের আয়োজক, ফলে টিকিট বিক্রির পুরো অর্থ তারা পাবে না। তবুও শুধু টিকিটি বিক্রিতেই ৭ থেকে ৩০ কোটি টাকার লোকসান হবে ভারতের।
ভারতের বড় লোকসানটা হবে মূলত ম্যাচ-ডে সারপ্লাস (উদ্বৃত্ত আয়), স্থানীয় স্পনসরশিপ এবং হসপিটালিটি ডিমান্ড (ভিআইপি বক্স) থেকে। বাংলাদেশের ম্যাচগুলো না হলে এই তিন খাতের কোনোটি থেকেই আয় হবে বিসিসিআইয়ের।
ভারতের লোকসান হবে আরও একটি বিভাগ থেকে। এ ম্যাচকে ঘিরে বাংলাদেশি দর্শকরাও ভ্রমণ করত ভারতে। বিশেষ করে ম্যাচগুলো কলকাতায় হওয়ায়, আরও বেশি সংখ্যক দর্শক ভ্রমণ করত। সেক্ষেত্রে ট্যুরিজম থেকেও বড় একটি আয়ের সুযোগ ছিল ভারতের। আপাতত সেটিও আর হচ্ছে না।
অন্যদিকে, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় বাংলাদেশে আইপিএলের ম্যাচ এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়। ফলে আইপিএল সম্প্রচার স্বত্ত্ব কিনবে না কোনো প্রতিষ্ঠান। এখান থেকেও বড় একটি লোকসান গুনতে হবে ভারতকে।
সবমিলিয়ে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে বড় ধরনের লোকসানের মুখেই পড়তে হচ্ছে ভারতকে।
উৎস: এনটিভি