শাহরিয়ার মিল্টন, শেরপুর
প্রকাশ: ০০:০৮, ৮ জানুয়ারি ২০২৬
ছবি:বাংলার চোখ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হতদরিদ্র ৬টি পরিবারের মাঝে নির্মিত সেমিপাকা ল্যাট্রিন হস্তান্তর করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকালে রাংটিয়া এলাকায় আনুষ্ঠানিক ভাবে এসব ল্যাট্রিনের চাবি ও পয়ঃনিষ্কাশনের উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
জেলার রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি বা (ডপস্) এর উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এসব টয়লেট স্থাপন করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডপস্' সভাপতি সার্জেন্ট (অব.) মো. শহিদুর রহমান। এতে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ডপস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া বিএসপি, ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির, আপন শিক্ষা পরিবারের পরিচালক মো. রহমত আলী প্রমুখ।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন ডপস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপি বলেন, ডপস দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর অর্থায়নে এবং ডপস এই সেমিপাকা ল্যাট্রিনগুলো নির্মাণ করেছে। ল্যাট্রিন হস্তান্তরের পাশাপাশি উপকারভোগী পরিবারগুলোর মাঝে বালতি, মগ, বদনা, হাটপিক, সাবান ও টয়লেট ব্রাশসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়।