চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০১:১০, ৭ জানুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকার প্রত্যন্ত চরাঞ্চলের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের উদ্দ্যোগে জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের কুকরিপাড়া এলাকায় বসবাসরতদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এ সময় রাজশাহী সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল সৈয়দ কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
সৈয়দ কামাল হোসেন বলেন, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক-মানব ও অস্ত্র পাচার রোধ এবং আন্ত:সীমান্ত অপরাধ দমনে নিরলশভাবে কাজ করে যাচ্ছে। সেই সাথে প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে বিজিবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
সেক্টর কমান্ডার আরো বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যে কোন দূর্যোগ মোকাবেলায় অসহায় ও বিপদাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বিজিবি। আর তাই সীমান্তবর্তী এলাকায় বসবাসরত শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে যেন এমন মানবিক সহায়তা শীতার্ত মানুষের দূর্ভোগ লাঘব করে এবং বিজিবি ও স্থানীয় জনসাধরনের মধ্যে আস্থা ও সম্পর্ক আরো সুদৃঢ় করে।
এ সময় সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় ৩ শত জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে তিনশতটি কম্বল বিতরণর করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যের মাঝে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল কাজী মুস্তাফিজুর রহমান, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও বিজিবি সদসরা উপস্থিত ছিলেন।