ঢাকা, শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

২৫ পৌষ ১৪৩২, ১৯ রজব ১৪৪৭

নারী বিশ্বকাপ বাছাইয়ে সূচি ঘোষণা 

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২:৫৭, ৭ জানুয়ারি ২০২৬

নারী বিশ্বকাপ বাছাইয়ে সূচি ঘোষণা 

ফাইল ছবি (বিসিবি)

২০২৬ নারী টি-২০ বিশ্বকাপ বাছাইয়ের সূচি ঘোষণা করেছে আইসিসি। বাছাইয়ে ১০টি দলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। তাদের গ্রুপসঙ্গী আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র।

বাছাই অনুষ্ঠিত হবে নেপালের দুই ভেন্যুতে; মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড ও কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি মাঠে। মুলপানিতে ১৮ জানুয়ারি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে শুরু হবে ‘এ’ গ্রুপের বাছাইপর্ব। টাইগ্রেসরা এরপর যথাক্রমে পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০, ২২ ও ২৪ জানুয়ারি।

‘বি’ গ্রুপের ৫টি দল হলো-নেপাল, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে। গ্রুপপর্বে প্রতিটি দলের ৪টি করে ম্যাচ শেষে অনুষ্ঠিত হবে সুপার সিক্স পর্ব। সেখান থেকে মোট ৪টি দল জুন-জুলাইয়ের বিশ্বকাপে সুযোগ পাবে।

বাছাইপর্বের আগে প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ওয়ার্মআপ ম্যাচ খেলবে নেদারল্যান্ডস ও থাইল্যান্ডের বিপক্ষে। নেদারল্যান্ডস ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ জানুয়ারি, থাইল্যান্ডের বিপক্ষে ১৬ জানুয়ারি।

টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ১২ দল নিয়ে। এরইমধ্যে ৮ দল নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। তারা হলো স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ইংল্যান্ড সুযোগ পেয়েছে স্বাগতিক হিসেবে, পরের ৫ দল গত বিশ্বকাপের পারফরম্যান্স দিয়ে। পাকিস্তান ও শ্রীলঙ্কা মূলপর্বের টিকিট পেয়েছে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে।

আরও পড়ুন