স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২:৫৪, ৭ জানুয়ারি ২০২৬
নারী ফুটবল লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিলো রাজশাহী স্টারস। ছবি: বাফুফে
উইমেন্স ফুটবল লিগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিলো রাজশাহী স্টারস। বুধবার (৭ জানুয়ারি) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ৪-০ গোলের জয় পেয়েছে আফঈদা খন্দকারের দল। দলের হয়ে এদিন হ্যাটট্রিক করেছেন আলপি আক্তার।
দিনের অন্য ম্যাচে জয় পেয়েছে সদ্যপুস্করনী যুব স্পোর্টিং ক্লাব ও ঢাকা রেঞ্জার্স। মিম ইসলাম ও পায়েল রানীর হ্যাটট্রিকে কাচারিপাড়া একাদশকে ৯-০ গোলে হারিয়েছে সদ্যপুস্করনী। আরেক ম্যাচে কল্পনা আক্তারের পেনাল্টি গোলে সিরাজ স্মৃতি সংসদকে ১-০ ব্যবধানে হারিয়েছে ঢাকা রেঞ্জার্স।
গোলকিপার মেঘলা রানী রায়ের ভুলে তৃতীয় মিনিটে গোল হজম করে বিকেএসপি। মাঝমাঠ থেকে উড়ে আসা বল ক্লিয়ার করতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে শট নেন মেঘলা, কিন্তু ঠিকঠাক শট নিতে ব্যর্থ হন তিনি। আর তাতেই বল পেয়ে যান আলপি আক্তার। সুবর্ণ সুযোগ হাতছাড়া করেননি এই ফুটবলার।
ম্যাচের ৬২তম মিনিটে আবারও জালের দেখা পান আলপি। অফসাইডের ফাঁদ ভেঙে বেরিয়ে হেডে একটু এগিয়ে নিয়ে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
একটু পর আফঈদা খন্দকারের দূরপাল্লার শট গোলকিপারের গ্লাভস গলে বেরিয়ে পেরিয়ে যায় গোললাইন। ৭১তম মিনিটে নিচু শটে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পূরণ করেন আলপি। তাতে টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী স্টারস