ঢাকা, শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

২৬ পৌষ ১৪৩২, ২০ রজব ১৪৪৭

এবার কলকাতা উপ-হাইক‌মিশনে ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:০৩, ৮ জানুয়ারি ২০২৬

এবার কলকাতা উপ-হাইক‌মিশনে ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ

ছবি :সংগৃহীত

ভারতের দিল্লি-আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইক‌মিশ‌নে ব‌্যবসা‌য়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন‌্য সব ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।
 
বুধবার (৭ জানুয়ারি) রাতে কলকাতার এক‌টি নির্ভর‌যোগ‌্য সূত্র জানায়, আজ থে‌কে উপ-হাইক‌মিশ‌নে কনস্যুলার সেবা ও ভিসা বন্ধ করা হয়েছে। শুধুমাত্র ব‌্যবসা‌য়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া ভারতীয়দের জন‌্য পর্যটক ও অন‌্যান‌্য ভিসা সেবা বন্ধ করা হ‌য়ে‌ছে। বাংলাদেশে ভারতীয়দের নিরাপত্তার বিষয়‌টিকে গুরুত্ব দি‌য়ে এই সিদ্ধান্ত নি‌য়ে‌ছে অন্তর্বর্তী সরকার।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কলকাতা উপ-হাইক‌মিশ‌নের একজন কর্মকর্তা জানান, ব‌্যবসা‌য়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া সব ধর‌নের ভিসা সেবা বন্ধ করা হ‌য়ে‌ছে।

এর আগে, গত ২২ ডি‌সেম্বর দিল্লির বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ। এরপর থে‌কে এখন অব‌দি ভিসা প্রদান ও কনস্যুলার সেবা বন্ধ র‌য়ে‌ছে।
  

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন