পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ২৩:২৬, ৬ জানুয়ারি ২০২৬
ছবি:বাংলার চোখ
সামাজিক সেচ্ছাসেবী জাতীয় সংগঠন নিরাপদ সড়ক চাই ( নিসচা)র ঢাকার কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে খুলনার পাইকগাছা শাখাকে সেরা সংগঠন হিসাবে সম্মাননা প্রদান করা হয়েছে। যার মৃত্যুতে বিশ্বে প্রথম সড়ক দৃর্ঘটনা আন্দোলনের সূচনা হয়েছিল চিত্র নায়ক ইলিয়াসকাঞ্চনের পত্নি জাহানারা কাঞ্চন স্মৃতি পদক সম্মননা।
সোমবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচা হোটেলে সারা দেশব্যাপি প্রতিনিধি সম্মেলনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াসকাঞ্চনের এক মাত্র ছেলে মিরাজুল মঈন জয় দেশের সেরা সংগঠন হিসাবে পাইকগাছা শাখার সভাপতি ও সাংবাদিক এইচ এম শফিউল ইসলামের হাতে ক্রেস্ট ও সনদ পত্র সম্মাননা প্রদান করেন।
এ সময় কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহা সচিব এসএম আজাদ হোসেন, গনি মিয়া বাবুল আব্দুর রহমান সহ দেশের সকল শাখা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেরা সংগঠনের সম্মাননা পাওয়ায় নিসচা পাইকগাছা শাখাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিনিয়র সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু ও গুণিজ স্মৃতি সংসদের সভাপতি আঃ সবুর আল আমিন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।