চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫:৫৫, ৭ জানুয়ারি ২০২৬
ছবি:বাংলার চোখ
সকলের সহযোগিতায় আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের বিএনপি মনোনিত প্রার্থী মো. হানুরুর রশিদ। মঙ্গলবার রাতে স্থানীয় একটি হোটেলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, একটি রাজনৈতিক দল নিজেদের দুনিয়াবী স্বার্থে ধর্মকে ব্যবহার করে মব সৃষ্টি করছে। যা মোটেই কাম্য নয়। পুলিশ প্রশাসনকে ও সেনাবাহিনীকে তাদের কাজ করতে দেয়া হচ্ছেনা। পুলিশ চেকপোস্টে লাইসেন্স বিহিন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুনের করুন মৃত্যু জেলাবাসীর হৃদয়ে দাগ ফেললেও সেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ফাঁড়ি ও বক্স ভাংচুর, অগ্নি সংযোগ করে সৃষ্ট মব জেলাবাসীকে আতঙ্কিত করেছে। বিএনপি এমন ধ্বংসাত্মক রাজনীতি আশা করেনা। অন্যান্য যানবাহনের চেয়ে মোটরসাইকেলে যেহেতু ক্রাইম বেশি হয় সেহেতু প্রশাসন সব সময় সেটাই চেকিং করে। কিন্তু তাই বলে আপনি তাদের কাজে বাধা দিতে পারেননা। আর তাই মব জাতীয় উদ্ভট চিন্তাভাবনা থেকে বের হয়ে আসার আহŸান জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা নদীর ভাঙ্গণ রোধে টেকসই বাঁধ নির্মাণ, আম শিল্পের উন্নয়ন, সোনামসজিদ স্থলবন্দরকে আধুনিকায়নসহ উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। আর তাই শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং পর্যটন খাতকে আধুনিকায়ন করে সকলের সহযোগিতায় আধুনিক চাঁপাইনবাবগঞ্জ বিনির্মাণে সকলকে অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় মতবিনিময় সভায় জেলা কৃষক দলের আহ্বায়ক তৌসিকুল ইসলাম তোসি, চাঁপাইনবাবঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মুন্টু, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।