ঢাকা, শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

২৬ পৌষ ১৪৩২, ২০ রজব ১৪৪৭

ভারতে ক্রিকেটারদের যাওয়া নিয়ে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭:২৬, ৮ জানুয়ারি ২০২৬

ভারতে ক্রিকেটারদের যাওয়া নিয়ে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

ছবি :সংগৃহীত

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন হলে বাংলাদেশ খেলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
  
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করার সময় তিনি এমন মন্তব্য করেন।

 বাংলাদেশি ক্রিকেটারদের ভারত নিরাপত্তা দিতে পারেনি উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, একজন ক্রিকেটারকে যদি নিরাপত্তা দিতে না পারে ভারত, তবে একটি ক্রিকেট দল বা বাংলাদেশ থেকে যাওয়া দর্শকদের নিরাপত্তা নিয়ে আমরা কীভাবে নিশ্চিত হবে? এ অবস্থায় নিরপেক্ষ ভেন্যুতে খেলবে বাংলাদেশ।
 
সম্প্রতি আইপিএল থেকে মোস্তাফিজকে দেয়ার ইস্যুতে জল গড়িয়েছে বহুদূর। বাদ দেয়ার কারণ হিসেবে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে পারবে না দেশটি। এ কারণে তাকে আইপিএল থেকে বাদ দেয়া হয়েছে। তবে প্রশ্ন উঠেছে বিশ্বকাপে খেলতে গেলে সেখানে অনেক সাংবাদিক এবং দর্শকরা যাবেন, তাদের নিরাপত্তা কীভাবে দেবে ভারত?

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন