বিনোদন ডেস্ক
প্রকাশ: ০০:৫৭, ৭ জানুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
পরিবার নিয়ে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় মডেল-অভিনেত্রী-নৃত্যশিল্পী ফারজানা রিয়া চৌধুরী। এক যুগেরও বেশি সময় পর ঢাকায় অবস্থান করছেন তিনি।
দেশ ও দেশের মানুষের টানে প্রায় দুই সপ্তাহ আগে ঢাকায় পা রাখেন রিয়া। গত ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে পা রাখেন।
দেশে আসার পর পরিচিত সহকর্মীদের সঙ্গে আড্ডায় অংশ নিতে দেখা যায় তাকে। সোমবার (৫ জানুয়ারি) ঢাকার সোবহানবাগের একটি রেস্টুরেন্টে সহকর্মীদের নিয়ে আড্ডায় অংশ নিতে দেখা যায় রিয়াকে।
বন্ধুমহলের আড্ডায় রেস্টুরেন্টে রিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ, ফ্যাশন হাউজ বিশ্বরঙ-এর স্বত্বাধিকারী বিপ্লব সাহা ও নৃত্যশিল্পী তান্না খানসহ আরও অনেকে।
আড্ডার অন্যতম আয়োজক বিপ্লব সাহা এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে বলেন,বিনোদন অঙ্গনের কোনো কিছুর সঙ্গেই রিয়া এখন আর জড়িত নন। পরিবার নিয়ে নিজের মতো আছেন তিনি। আমরা যারা তার কাছের মানুষ, তারা সেই ব্যাপারটিকে সম্মান জানাই। রিয়ার দেশে আসার পর কাছের কয়েকজনকে নিয়ে আড্ডার পরিকল্পনা হয়, সেভাবেই একত্র হওয়া।
গল্প-আড্ডায় দেশের কাছের মানুষদের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাতে পেরে আবেগে আপ্লুত রিয়া। এ সপ্তাহেই পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে ফেরার কথা রয়েছে তার।
নব্বই দশকের শেষের দিকে মডেল-অভিনেতা পল্লবের সঙ্গে একটি ক্রিমের বিজ্ঞাপন করে তারকা খ্যাতি পান রিয়া। এ বিজ্ঞাপনের ‘কী মিষ্টি মিষ্টি অপলক দৃষ্টি…’ জিঙ্গেলটি সে সময় ছিল মানুষের মুখে মুখে। মডেল হিসেবে পরিচিতি পাওয়ার পর অভিনয় ও নাচের অনুষ্ঠানেও নিয়মিত ছিলেন। বিয়ের পর শোবিজ দুনিয়ায় ইতি টানেন এ মডেল।