ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

৩ মাঘ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল, গুঞ্জন তুঙ্গে!

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪:১৭, ১৬ জানুয়ারি ২০২৬

বিয়ে করছেন ধানুশ-ম্রুণাল, গুঞ্জন তুঙ্গে!

ধানুশ ও ম্রুণাল ঠাকুর। ছবি: সংগৃহীত

দীর্ঘ সময়ের প্রেমের গুঞ্জনের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড তারকা ধানুশ ও ম্রুণাল ঠাকুর। শোবিজ অঙ্গনে গুঞ্জন শোনা যাচ্ছে, চলতি বছর ভালোবাসা দিবসেই সাত পাকে বাঁধা পড়বেন এ দুই তারকা।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড শাদির প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি বিয়ে করার পরিকল্পনা করছেন ম্রুণাল ও ধানুশ। একেবারে ব্যক্তিগত পরিসরে কাছের কিছু বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সারবেন তারা।

বিয়ের প্রতিবেদন নিয়ে এখনও কোনো অফিশিয়াল মন্তব্য করেননি দুই তারকা। যে কারণে এ দুই তারকার বিয়ে নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা।

দীর্ঘ এক বছর ধরে প্রেমের গুঞ্জন চলছিল এ জুটির। ব্যক্তিগত অনুষ্ঠান, জন্মদিন, সিনেমার বিশেষ প্রদর্শনীতে প্রায়ই একসঙ্গে দেখা যেত এ দুই তারকাকে। হাতে হাত ধরে হাঁটা, কখনও কানে ফিসফিস করে কথা বলার মুহূর্তগুলোতে প্রায়ই ক্যামেরাবন্দি হতে দেখা যেত তাদের।

তবে এসব মুহূর্তকে প্রতিবারই ধানুশ-ম্রুণাল ‘ভালো বন্ধুত্ব’ বলে দাবি করেছেন। প্রেমের সম্পর্ককে শুধুই গুঞ্জন বলে উড়িয়ে দেন তারা। যদিও সম্প্রতি তাদের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমে স্বীকার করেছেন, তারা ডেট করছেন। তবে প্রেমের সম্পর্ক এখনই জনসমক্ষে আনার ইচ্ছা নেই তাদের।

নেটিজেনরা বলছেন, আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সত্যি বিয়ে অনুষ্ঠিত হলে অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের এটিই হবে প্রথম বিয়ে। অন্যদিকে ধানুশের হবে এটি দ্বিতীয় বিয়ে।

অভিনেতা রজনীকান্তের কন্যা নির্মাতা ঐশ্বরিয়া রজনীকান্তকে প্রথম বিয়ে করেছিলেন ধানুশ। তার ও ঐশ্বরিয়ার ২০ বছরের দাম্পত্য জীবনে দুই সন্তান রয়েছে।

আরও পড়ুন