ঢাকা, রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

২৩ অগ্রাহায়ণ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহ’র তাণ্ডব, নিহত ১২৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯:৩১, ২৯ নভেম্বর ২০২৫

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ডিটওয়াহ’র তাণ্ডব, নিহত ১২৩

সংগৃৃহীত

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র প্রভাবে সৃষ্ট টানা ভারী বৃষ্টি ও বন্যায় শ্রীলঙ্কায় এখন পর্যন্ত ১২৩ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, এই ঘটনায় নিখোঁজ রয়েছেন ১৩০ জন। এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সপ্তাহজুড়েই বৃষ্টি ও বন্যায় হাজারও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪৩ হাজারের বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, ঝড় ভারতের দিকে সরে গেলেও ব্যাপক ক্ষতি রেখে গেছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সেনাবাহিনী, হেলিকপ্টার ও নৌযান ব্যবহার করা হচ্ছে।

কলম্বোর কেলানি নদীর পানি বিপদসীমা পেরোনোয় নদীতীরবর্তী বাসিন্দাদের সরতে নির্দেশ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের আশঙ্কা, এই বন্যা ২০১৬ সালের চেয়েও ভয়াবহ হতে পারে, যখন ৭১ জন নিহত হয়েছিল।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন