আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫:২৪, ৩০ নভেম্বর ২০২৫
ছবি :সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নর্দার্ন শহর স্টকটনে এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ছয়টার কিছু আগে একটি রেস্তোরাঁয় এ হামলার ঘটনা ঘটে।
সান জোয়াকিন কাউন্টি শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশু রয়েছে। আহতদের অবস্থা কী তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
হামলাকারী এখনো পলাতক জানিয়ে স্থানীয় পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে এটিকে পরিকল্পিত হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শেরিফ অফিসের মুখপাত্র হিদার ব্রেন্ট ঘটনাটিকে ‘অকল্পনীয়’ বলে মন্তব্য করেন। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি এখনো অত্যন্ত সক্রিয় তদন্ত। প্রাথমিক তথ্য খুবই সীমিত। হামলাটি টার্গেট করে করা হয়েছে কি না, আমরা সবদিক থেকে তা তদন্ত করছি।’
স্টকটনের ভাইস মেয়র জেসন লি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠানে গুলির ঘটনা মেনে নেওয়ার মতো নয়। জন্মদিন কখনোই পরিবারের জন্য আতঙ্কের জায়গা হতে পারে না।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের কার্যালয় থেকে জানানো হয়েছে, তিনি ভয়াবহ গুলি চালানোর ঘটনা সম্পর্কে অবহিত আছেন এবং পুরো পরিস্থিতির ওপর নজর রাখছেন।
সূত্র: বিবিসি