ঢাকা, রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

২৩ অগ্রাহায়ণ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

রাস্তায় পড়ে থাকা নবজাতককে সারারাত পাহারা দিল কুকুরের দল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩:১৮, ৩ ডিসেম্বর ২০২৫

রাস্তায় পড়ে থাকা নবজাতককে সারারাত পাহারা দিল কুকুরের দল

ছবি :সংগৃহীত

পশুদের প্রতি মানুষের ঘৃণা বা ভয় যে কখন কখন জীবনের রক্ষাকবচ হতে পারে, তার এক বিরল উদাহরণ ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের নবদ্বীপে। এখানে রাস্তায় পড়ে থাকা নবজাতককে পুরো রাত জুড়ে রক্ষা করেছে একদল ফ্রি-রেঞ্জ কুকুর। কেউ যেন ক্ষতি করতে না পারে তা নিশ্চিত করতে, শিশুটিকে চারপাশ থেকে ঘিরে রেখেছিল কুকুরের দল।

আজ (৩ ডিসেম্বর) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নবদ্বীপের স্বরূপনগর রেল কলোনির স্থানীয় বাসিন্দারা সোমবার ভোরে শিশুর কান্নার আওয়াজ শুনে প্রথমে ভাবেন এটি আশেপাশের কোনো বাড়ি থেকে আসছে। তবে ভোরবেলায় স্থানীয় বাসিন্দা রাধা ভৌমিক যখন টয়লেটের দিকে যাচ্ছিলেন, তখন তিনি দেখেন কুকুরের চক্রে ঘেরা এক নবজাতক। তিনি শিশুটিকে তৎক্ষণাত উদ্ধার করেন।

নবজাতক একজন ছেলে শিশু। তার সঙ্গে থাকা আত্মীয় প্রীতি ভৌমিক শিশুটিকে প্রথমে মাহেশগঞ্জ হাসপাতালে নিয়ে যান। পরে নিরাপত্তা ও চিকিৎসার জন্য কৃষ্ণনগর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির কোনো বাহ্যিক আঘাত নেই, মাথায় লাল দাগ সম্ভবত জন্মের সময়ের রক্তের।

পুলিশ জানায়, শিশুটিকে সম্ভবত স্থানীয় কেউ জন্মের পরপরই পরিত্যক্ত করেছে। নবদ্বীপ পুলিশ এবং চাইল্ডলাইন কর্মকর্তারা যৌথভাবে বিষয়টি তদন্ত করছেন এবং শিশু কল্যাণ কমিটিকে শিশুর দীর্ঘমেয়াদি যত্নের জন্য অবহিত করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন