রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২৩:৫৫, ২৯ ডিসেম্বর ২০২৫
ফাইল ছবি
নওগাঁর রাণীনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে দৈনিক ইনকিলাবের সংবাদদাতা মো. আওরঙ্গজেব হোসেন রাব্বী সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি সুকুমল কুমার প্রামানিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
সোমবার সকালে রাণীনগর উপজেলা প্রেসক্লাবের নিজস্ব ভবনে নির্বাচন কমিটির আহবায়ক সাইদুজ্জামান সাগর এর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় সকল সদস্যের কন্ঠ ভোটে ও সর্বসম্মতিক্রমে আগামী ২০২৬-২০২৭ সালের (দুই বছরের) জন্য রাণীনগর উপজেলা প্রেসক্লাবের আট সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি দৈনিক সংবাদের রাণীনগর প্রতিনিধি সাইদুজ্জামান সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মনোরঞ্জন চন্দ্র, প্রচার সম্পাদক দৈনিক বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি বিকাশ চন্দ্র প্রামানিক, কোষাধ্যক্ষ ক্রাইম তালাশ অনলাইনের প্রতিনিধি মো. সাইদুল ইসলাম। আর সদস্য হলেন, বিজয় টিভির প্রতিনিধি শেখ নয়ন ফয়েজী ও দৈনিক প্রভাতী বাংলাদেশের প্রতিনিধি ফুজাইল মোহাম্মদ আল বেরুনী (ডলার)।