ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

১৬ পৌষ ১৪৩২, ১০ রজব ১৪৪৭

খালেদা জিয়ার কবরের জায়গা পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮:৪৫, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার কবরের জায়গা পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার

ছবি :সংগৃহীত

‎বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যেখানে সমাধিস্থ করা হবে সে জায়গাটি পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। ‎মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে তিনি জিয়াউর রহমানের সমাধিস্থল পরিদর্শনে আসেন।

এ সময় তিনি বেগম খালেদা জিয়ার জন্য যেখানে কবর প্রস্তুত করা হচ্ছে তা ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমাধিস্থলে সঙ্গে আসা কর্মকর্তাদের নিয়ে তিনি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। ১০ মিনিট অবস্থান শেষে জিয়া উদ্যান ত্যাগ করেন।

তবে, জিয়া উদ্যান ত্যাগ করার সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি।খালেদা জিয়ার কবরের জায়গা পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার
 
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন