ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯:১৭, ৩০ ডিসেম্বর ২০২৫
ছবি :সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন প্রক্রিয়া ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে। বুধবার (৩১ ডিসেম্বর) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য এই জানাজায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজারেরও বেশি সদস্য মোতায়েন থাকবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সমন্বয় বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে জানাজা ও দাফনের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শফিকুল আলম জানান, এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহবাহী গাড়ি সংসদ ভবনে আসা, জানাজা সম্পন্ন করা এবং দাফন পর্যন্ত প্রতিটি ধাপ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। ডিএমপি কমিশনারের বরাত দিয়ে তিনি বলেন, পুলিশ ও এপিবিএন-এর পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সক্রিয় থাকবেন। এমনকি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনীর বিশেষ নজরদারি ও ব্যবস্থাপনা থাকবে।
নিরাপত্তা ব্যবস্থা সুচারু করতে সরকারের সাথে বিএনপি নেতাদের নিয়মিত যোগাযোগ ও সমন্বয় চলছে। প্রেস সচিব বলেন, আমরা প্রতিটি অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে চাই। বিএনপি নেতারাও আমাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। দেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং আপসহীন নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার ৪৫ বছরের যে রাজনৈতিক অবদান, তার প্রতি সম্মান জানাতেই এই সর্বোচ্চ নিরাপত্তার আয়োজন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা শঙ্কা এড়াতেই এই বিশাল ফোর্স মোতায়েন করা হচ্ছে।
শফিকুল আলম আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া প্রতিবারই দেশের সংকটে গণতন্ত্র পুনরুদ্ধারে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের জন্য আত্মত্যাগ অতুলনীয়। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তার শেষ শয্যা রচিত হওয়ার মুহূর্ত পর্যন্ত রাষ্ট্রীয় প্রটোকল ও মর্যাদা কঠোরভাবে বজায় রাখা হবে। সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় সাধারণ মানুষের ভিড় সামলাতে এবং জানাজা নির্বিঘ্ন করতে বিশেষ ট্রাফিক পরিকল্পনাও গ্রহণ করেছে ডিএমপি।
এর আগে, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।