ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮:৫১, ৩০ ডিসেম্বর ২০২৫
ছবি :সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ও বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করায় এদিন অনুষ্ঠিত হতে যাওয়া অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এদিন জুনিয়র বৃত্তির বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। স্থগিত পরীক্ষাটি আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এক চিঠি থেকে এ তথ্য জানায়।
জুনিয়র বৃত্তি পরীক্ষা গত ২৮ ডিসেম্বর সারাদেশে একযোগে শুরু হয়। এতে অংশ নিচ্ছে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী। দেশের ৬১১টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা।
গত রোববার বাংলা, সোমবার ইংরেজি, মঙ্গলবার গণিত— এই তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষার ফলের ভিত্তিতে ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ’ কোটায় শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।
খালেদা জিয়া আজ মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এ সময় হাসপাতালে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।
আপসহীন নেত্রী খালেদা জিয়া দীর্ঘ চার দশকেরও বেশি রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী। দেশ-বিদেশে তথা দক্ষিণ এশিয়ায় নারী প্রধানমন্ত্রীদের মধ্যে জনপ্রিয় এ নেত্রী আজ দেশবাসী, দলীয় নেতাকর্মী, ভক্ত ও অনুসারীদের কাঁদিয়ে পরলোকে পাড়ি জমান।