ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৩:৩৭, ২১ ডিসেম্বর ২০২৫
ছবি :সংগৃহীত
বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার প্যারেড গ্রাউন্ডে মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক, বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত এ কে খন্দকারের (বীর উত্তম) নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস তার জানাজায় অংশ নেন।
রোববার (২১ ডিসেম্বর) বাদ যোহর বিমান বাহিনী ঘাঁটি বাশারের কেন্দ্রীয় মসজিদের ইমাম নামাজ পরিচালনা করেন।
এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ, মন্ত্রিপরিষদ সচিব, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ তার জানাজায় অংশ নেন।
রাষ্ট্রপতির পক্ষ থেকে তার সামরিক সচিব এ কে খন্দকারের কফিনে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার কফিনে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই- আজম, সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকার- উজ-জামান, নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। পরে বিমান বাহিনীর ফ্লাই পাস্ট দ্বারা একে খন্দকারের প্রতি সম্মান প্রদর্শন করা হয়।