ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩:৩২, ২ জানুয়ারি ২০২৬
ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিন আজ শুক্রবার (২ জানুয়ারি)। দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আজ বাদ জুমা সারাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের প্রতিটি বিভাগীয় ও জেলা শহরে এই বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
সরকারি ঘোষণা অনুযায়ী, রাষ্ট্রীয় শোকের শেষ দিনেও আজ দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়েও তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।
এছাড়া বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছে, দেশজুড়ে দলের প্রতিটি ইউনিট এই দোয়া মাহফিল সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার প্রস্তুতি নিয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বেগম খালেদা জিয়া। এর একদিন পর বুধবার রাজধানীর সংসদ ভবন এলাকায় লাখ লাখ মানুষের অংশগ্রহণে জানাজা শেষে তাঁকে জিয়া উদ্যানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে দাফন করা হয়।