ঢাকা, শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬

১৯ পৌষ ১৪৩২, ১৩ রজব ১৪৪৭

যুক্তরাষ্ট্র সঙ্গে আলোচনায় প্রস্তুত আছি : মাদুরো

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪:০৭, ২ জানুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্র সঙ্গে আলোচনায় প্রস্তুত আছি : মাদুরো

ছবি :সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক সাক্ষাৎকারে দেশটির একটি জেটিতে মার্কিন হামলার অভিযোগের বিষয়ে প্রশ্ন এড়িয়ে বলেছেন, তিনি যেকোনো অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত আছেন। গত কয়েক সপ্তাহের মার্কিন সামরিক চাপের পরিপ্রেক্ষিতে মাদুরো ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতার বিষয়ে নিজের আগ্রহের কথা জানালেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মাদক পাচার, তেল এবং অভিবাসন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে মাদুরো বলেন, ‘তারা (যুক্তরাষ্ট্র) যেখানে চায় এবং যখনই চায় আমি আলোচনার জন্য প্রস্তুত।’ খবর বার্তা সংস্থা এএফপির।

গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করে বলেন, মাদুরো এখন পর্যন্ত তার দেশে মাদকবাহী নৌকা লক্ষ্য করে কোনো মার্কিন স্থল হামলার খবর নিশ্চিত করেননি।

হামলার বিষয়টি সত্য কি না—সাক্ষাৎকারে সরাসরি এমন এক প্রশ্নের জবাবে মাদুরো বলেন, ‘এটি এমন কিছু যা নিয়ে আমরা কয়েক দিন পর কথা বলতে পারি।’

যদি এই হামলা সত্যিই হয়ে থাকে, তবে এটি হবে লাতিন আমেরিকা থেকে মাদক পাচার বিরোধী মার্কিন সামরিক অভিযানের প্রথম পরিচালিত স্থল হামলা।

গত সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার কথিত মাদকবাহী নৌকাগুলোর একটি ডকিং এলাকা বা জেটিতে আঘাত হেনে সেটি ধ্বংস করে দিয়েছে। এটি সামরিক অভিযান ছিল নাকি সিআইএ-র কাজ, অথবা হামলাটি ঠিক কোথায় হয়েছে—ট্রাম্প সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প, শুধু উল্লেখ করেছেন যে এটি ছিল ‘উপকূল বরাবর’।

ফ্লোরিডায় নিজের মার-আ-লাগো রিসোর্টে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেন, জেটি এলাকায় একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে, যেখানে তারা নৌকায় মাদক বোঝাই করে।

ট্রাম্প আরও বলেন, ‘তাই আমরা সব নৌকায় আঘাত করেছি এবং এখন আমরা ওই এলাকাটিতেও আঘাত করেছি। এটি তাদের কার্যক্রম পরিচালনার এলাকা ছিল, যা এখন আর নেই।’

কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প এই অঞ্চলে মাদক কার্টেলগুলোর ওপর স্থল হামলার হুমকি দিয়ে আসছিলেন এবং বলেছিলেন যে এগুলো শিগগিরই শুরু হবে। এটিই সম্ভবত হামরার প্রথম উদাহরণ।

গত সেপ্টেম্বর থেকে মার্কিন বাহিনী ক্যারিবীয় সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগর—উভয় অঞ্চলেই তাদের ঘোষিত কথায় মাদক পাচারকারী নৌকার ওপর অসংখ্য হামলা চালিয়েছে। ওয়াশিংটনের দাবি, এগুলো ছিল মাদকবাহী নৌকা।

তবে ট্রাম্প প্রশাসন লক্ষ্যবস্তু করা নৌকাগুলো মাদক পাচারের সাথে জড়িত ছিল কিনা সে বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ দেয়নি। ফলে এই অভিযানগুলোর বৈধতা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এবং মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, এই হামলাগুলো ‘সম্ভবত’ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল, যদিও ওয়াশিংটন এই অভিযোগ অস্বীকার করেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন