ঢাকা, বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

১৮ পৌষ ১৪৩২, ১২ রজব ১৪৪৭

কোরআনে হাত রেখে শপথ নিলেন নিউইয়র্কের মেয়র মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩:৪৪, ১ জানুয়ারি ২০২৬

কোরআনে হাত রেখে শপথ নিলেন নিউইয়র্কের মেয়র মামদানি

ছবি :সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউইয়র্কের ১১২তম মেয়র হিসেবে শপথ নিয়েছেন জোহরান মামদানি। নতুন বছরের প্রথম প্রহরেই অত্যন্ত অনাড়ম্বর পরিবেশে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রথাগতভাবে আগের মেয়ররা বাইবেলে হাত রেখে শপথ নিলেও মামদানি নিজের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করে পবিত্র কোরআন হাতে শপথ নেন। শপথের সময় তিনটি কোরআনের মধ্যে ১৮শ শতাব্দীর শেষভাগের একটি দুর্লভ পকেট কোরআনও ছিল। কুরআনটি নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির শমবার্গ সেন্টার থেকে বিশেষভাবে সংগ্রহ করা। নিউইয়র্কের ইতিহাসে এই প্রথম কোনো মেয়র কোরআন হাতে শপথ নিলেন।    

স্থানীয় সময় বুধবার (৩১ ‍ডিসেম্বর) দিনগত রাত ঘড়ির কাঁটা যখন ১২টা ছুঁয়ে ২০২৬ সালকে স্বাগত জানাচ্ছিল, ঠিক তখনই সিটি হলের নিচে পরিত্যক্ত ‘ওল্ড সিটি হল’ সাবওয়ে স্টেশনে শপথ নেন মামদানি। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস তাঁকে শপথবাক্য পাঠ করান। নিজের পারিবারিক দুটি কোরআন ও বিখ্যাত কৃষ্ণাঙ্গ লেখক আর্তুরো শমবার্গের একটি ঐতিহাসিক কোরআনের ওপর হাত রেখে তিনি এই শপথ নেন। পরিত্যক্ত সাবওয়ে স্টেশনটিকে শপথের স্থান হিসেবে বেছে নেওয়ার মাধ্যমে তিনি শহরের শ্রমজীবী মানুষের প্রতি তাঁর অকুন্ঠ সমর্থনের বার্তা পৌঁছে দিয়েছেন।

শপথ শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মামদানি বলেন, এটি তাঁর জীবনের শ্রেষ্ঠ সম্মান এবং সুযোগ।
এদিকে নির্বাচনি প্রচারণার সময় থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানিকে একজন ‘কমিউনিস্ট উন্মাদ’ হিসেবে অভিহিত করে এসেছেন। অন্যদিকে, মামদানি ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বলে উল্লেখ করেছেন। নভেম্বর মাসে হোয়াইট হাউসে তাঁদের মধ্যে একটি আপাত ‘সৌহার্দ্যপূর্ণ’ বৈঠক হলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে না। বিশেষ করে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে ‘প্রতিরোধ’ গড়ার শপথ নিয়েছেন মামদানি। ট্রাম্প এর আগে হুমকি দিয়েছিলেন, মামদানি নির্বাচিত হলে নিউইয়র্কের ফেডারেল তহবিল কমিয়ে দেওয়া হতে পারে।

উগান্ডায় জন্ম নেওয়া ভারতীয় বংশোদ্ভূত মামদানি মাত্র সাত বছর বয়সে নিউ ইয়র্কে আসেন। তিনি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার ও অধ্যাপক মাহমুদ মামদানির সন্তান। তিনি সাবেক জো বাইডেন প্রশাসন ও পুরোনো সিটি হল প্রশাসনের অভিজ্ঞ কর্মকর্তাদের নিজের দলে যুক্ত করেছেন। প্যালেস্টাইনপন্থী হিসেবে পরিচিত হওয়ায় ইহুদি সম্প্রদায়ের সাথে সম্পর্ক স্বাভাবিক করাও তাঁর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

স্থানীয় সময় আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিটি হলের সামনে আরও জাঁকজমকপূর্ণ একটি প্রকাশ্য শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে তাঁকে শপথ পাঠ করাবেন প্রবীণ মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-করতেজ। ৩৪ বছর বয়সী এই প্রগতিশীল ডেমোক্র্যাট নেতার শপথ ঘিরে ব্রডওয়ে এলাকায় ‘ব্লক পার্টির’ আয়োজন করা হয়েছে। যেখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: এএফপি

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন