প্র্রতিনিধি
প্রকাশ: ১৩:২৭, ১ জানুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
নতুন বছরের প্রথম দিনে বরিশালে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন পাঠ্যবই। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলায় এবার কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা ‘বই উৎসব’ ছাড়াই সাধারণ নিয়মে বই বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকেই বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করে। তবে মাধ্যমিকের সবগুলো বই এখনও এসে পৌঁছায়নি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। ফলে যা এসে পৌঁছেছে সেটুকুই বিতরণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
তবে জানুয়ারি মাসের মধ্যেই সবার হাতে সব বই পৌঁছে যাবে বলেও জানান তারা।
এ দিকে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বরিশাল জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী লাবিব বলেন, ‘নতুন বইয়ের ঘ্রাণ সবচেয় বেশি ভালো লাগে। নতুন বই থেকে নতুন নতুন বিষয়ে জানবো।’
সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাব্বির বলেন, ‘নতুন বছর, নতুন ক্লাস, নতুন বই, পড়ালেখা চাপ কিছুটা বাড়বে। তবে আগে থেকেই পড়ালেখা শুরু করতে হবে।’
এ বছর বরিশাল জেলায় মাধ্যমিকে এক কোটি ৩৮ লাখ সত্তর হাজার বইয়ের চাহিদার বিপরীতে বই এসেছে ৭৩ শতাংশ। আর প্রাথমিকে ১২ লাখ বইয়ের শতভাগই বিদ্যালয়গুলোতে সরবরাহ করা হয়েছে।
এ বিষয়ে বরিশাল জেলা শিক্ষা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোহাম্মদ আ. জব্বার জানান, মাধ্যমিকে চাহিদার ৭৩ শতাংশ বই বিতরণ করা হয়েছে। চলতি মাসেই বাকি বইগুলো বিদ্যালয়গুলোতে পৌঁছে যাবে।