ঢাকা, বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

১৮ পৌষ ১৪৩২, ১২ রজব ১৪৪৭

হোমনার ঘাগুটিয়ায় নারী শিক্ষায় অবৈতনিক নতুন মাদরাসার যাত্রা

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা

প্রকাশ: ১৭:৪৫, ১ জানুয়ারি ২০২৬

হোমনার ঘাগুটিয়ায় নারী শিক্ষায় অবৈতনিক নতুন মাদরাসার যাত্রা

ছবি -বাংলার চোখ

কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়ায় হযরত ওসমান জিন নুরাইন (রা.) মহিলা মাদরাসার উদ্বোধন করা হয়েছে।

 বৃহস্পতিবার মাদরাসাটির উদ্বোধন করেন হোমনা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আবদুস সাত্তার আল ক্বাদরী।

স্থানীয় সমাজসেবক ও দুবাই প্রবাসী জাকির হোসেনের আর্থিক সহযোগিতায় মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়েছে।

এখানে অধ্যয়নরত নারীদের কাছ থেকে কোনো বেতন বা ফি নেওয়া হবে না। অবৈতনিকভাবে সবাই পড়াশোনা করতে পারবে।

সমাজসেবক আবদুল আজিজ ভূইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলাগাছিয়া দরবার শরীফের পীর মাওলানা নাছির উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন মুফতি মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী, মাওলানা শামীম হোসেন সিরাজী ও মাওলানা আরিফুল ইসলামসহ স্থানীয় আলেমরা।
বক্তারা বলেন, নারী শিক্ষার প্রসারে এ মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 

আরও পড়ুন