ঢাকা, বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

১৮ পৌষ ১৪৩২, ১২ রজব ১৪৪৭

বাজারে ঢুকে গেল দ্রুতগতির ট্রাক, নিহত ৪

প্র্রতিনিধি

প্রকাশ: ১৩:০৬, ১ জানুয়ারি ২০২৬

বাজারে ঢুকে গেল দ্রুতগতির ট্রাক, নিহত ৪

ছবি :সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলাহাটে বালুভর্তি ট্রাকচাপায় চারজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি।

পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন জানান, আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ঘন কুযাশার কারণে ঝলমলিয়ায় মহাসড়কের পাশের কলাহাটে বালুভর্তি একটি ট্রাক ঢুকে পড়ে। এ সময় ট্রাকটি উল্টে গেলে ট্রাক চাপা পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। 

এ সময় আরও একজন গুরুতর আহত হয়। আহতকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত চারজনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে

আরও পড়ুন