ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

১৬ পৌষ ১৪৩২, ১০ রজব ১৪৪৭

শিশু রোগীদের মানসিক আনন্দ দিতে টাঙ্গাইল হাসপাতালে প্লে জোন 

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২২:৫৫, ৩০ ডিসেম্বর ২০২৫

শিশু রোগীদের মানসিক আনন্দ দিতে টাঙ্গাইল হাসপাতালে প্লে জোন 

ছবি -বাংলার চোখ

টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার পাশাপাশি শিশুদের মানসিক স্বস্তি দিতে চালু হলো ব্যতিক্রমী এক উদ্যোগ। ব্যক্তি উদ্যোগে হাসপাতালে ভর্তি শিশু রোগী ও রোগীর সঙ্গে আসা শিশুদের জন্য একটি আধুনিক প্লে জোন নির্মাণ করে দিয়েছেন হাতেখড়ি স্কুল এর চেয়ারম্যান  সাংবাদিক নওশাদ রানা সানভী।

৩০ ডিসেম্বর মঙ্গলবার সকালে হাসপাতালের শিশু ওয়ার্ডের পাশের একটি কক্ষে আনুষ্ঠানিকভাবে প্লে জোনটির চালু করা হয়। খেলাধুলা ও বিনোদনের উপযোগী করে সাজানো এই প্লে জোনে শিশুদের জন্য রাখা হয়েছে স্লিপার, ভ্যালেঞ্চার ও দোলনা। রঙিন পরিবেশ ও খেলনার সমাহারে জায়গাটি শিশুদের জন্য হয়ে উঠেছে আনন্দের এক ছোট্ট জগৎ।

এসময়  উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাদিকুর রহমান, মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, সরকারি অধ্যাপক  ডা.শাহ মুহাম্মদ মাসুদুজ্জামান সহ  সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা এ উদ্যোগকে শিশুদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

উদ্যোক্তা নওশাদ রানা সানভী বলেন, হাসপাতালে এলে শিশুদের মন স্বাভাবিকভাবেই খারাপ থাকে। ভয়, কষ্ট আর অচেনা পরিবেশে তারা মানসিক ভাবে ভেঙে পড়ে। এই ভাবনা থেকেই আমার উদ্যোগে টাঙ্গাইল সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে একটি প্লে জোন নির্মাণ করা হয়েছে । যাতে চিকিৎসার পাশাপাশি শিশুরা কিছুটা আনন্দ পায়, হাসে, মন ভালো রাখে।

আরও পড়ুন