ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

১৪ পৌষ ১৪৩২, ০৮ রজব ১৪৪৭

সীমান্তে আবারো পুশইন করেছে বিএসএফ, বিজিবির প্রতিবাদ  

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০:৫৩, ২৮ ডিসেম্বর ২০২৫

সীমান্তে আবারো পুশইন করেছে বিএসএফ, বিজিবির প্রতিবাদ  

ছবি -বাংলার চোখ

চাঁপাইনবাবগঞ্জের বিভিষণ সীমান্ত দিয়ে আবারো পাঁচ বাংলাদেশী নাগরিককে পুশইন করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফ। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করে বিএসএফ। পরে ১৬ বর্ডার গার্ড বাংলাদেশ নওগাঁ ব্যাটালিয়ন তাদের আটক করে গোমস্তাপুর থানায় সোপর্দ করে।

আটককৃতরা হলো- নড়াইল জেলার কালিয়া উপজেলার খরেলা এলাকার জামিল ডারা গ্রামের মৃত শহিদ লস্করের ছেলে কামরুল লস্কর (৪৬), তার স্ত্রী লিপি লস্কর (৪০), ছেলে সাদ্দাম লস্কর (২২) ও মেয়ে ফিরোজা লস্কর (১৬) এবং বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার নাইলো এলাকার কাটাদূরে গ্রামের আশরাফুল সরদারের ছেলে হায়দার সরদার (২৩)।

এ বিষয়ে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, শনিবার গভীর রাতের আধাঁরে ভারতের ৮৮ বিএসএফের ইটাঘাটা বিওপির সদস্যরা একই পরিবারের ৪ জন সহ মোট ৫ জন বাংলাদেশীকে বিভিষণ সীমান্ত দিয়ে ঠেলে পাঠালে রোববার সকাল সাড়ে ৮ টার দিকে তাদের আটক করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে। এছাড়া সীমান্তে যে কোন অপ্রীতিকর অবস্থা মোকাবেলায় বিজিবি সর্বদা সচেষ্ট অবস্থায় রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা আরো জোড়দার করা হয়েছে।

এ ব্যাপারে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, রাধানগর ইউনিয়নের বিভিষণ সীমান্তে বিজিবি কর্তৃক আটককৃত ৫ জনকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের প্রত্যেকের পরিচয় যথাযথভাবে সনাক্তের পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

প্রসঙ্গত, বিভিষণ সীমান্ত দিয়ে একই প্রক্রিয়ায় গত ১৪ ডিসেম্বর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী অবৈধভাবে ১৫ জন বাংলাদেশীকে পুশইন করলে বিজিবি তাদের আটক করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করলে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন