ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

১২ পৌষ ১৪৩২, ০৬ রজব ১৪৪৭

চাঁপাইনবাবগঞ্জে বিয়ের দাবীতে এক সন্তানের জননীর অনশন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩:০৩, ২৬ ডিসেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে বিয়ের দাবীতে এক সন্তানের জননীর অনশন

ছবি -বাংলার চোখ

চাঁপাইনবাবগঞ্জে বিয়ের দাবীতে দক্ষিণ কোরিয়া প্রবাসী এক যুবকের বাড়ীতে রাতভোর অনশন করেছেন সদর উপজেলার মহারাজপুর এলাকার  এক জননী। বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১১টা থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত এই অনশন করেন ওই নারী। তবে এই ঘটনায় যুবক সহ তার পরিবার পলাতক রয়েছেন।

কোরিয়া প্রবাসী ওই যুবক জেলার সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের জামাদার পাড়ার জাইদুল ইসলামের ছেলে বেলাল হোসেন জীবন।

অনশনে থাকা নারী বলেন, বেলাল হোসেনের সাথে আমার সাত বছরের সম্পর্ক। র্আ গভীর সম্পর্ক থাকাকালীন সময়ে আমাদের প্রতিদিন যোগাযোগ ও অর্থনৈতিক লেনদেন ছিল। তাছাড়া দেশে থাকাকালীন একাধিকবার আমাদের শারিরীক সম্পর্ক হয়েছে। পরে বিদেশ চলে গেলেও ফোনালাপে যখনই বিয়ের কথা বলি তখনই দেশে ফিরে আমাকে বিয়ে করবে বলে প্রতিশ্রæতিও দিয়েছে। এদিকে আমার আগের সংসারে নবম শ্রেনীতে পড়া এক মেয়ে থাকলেও জীবনের দেয়া বিয়ের প্রতিশ্রæতিতে সেই সংসার ত্যাগ করি।

তিনি আরও বলেন, চলতি মাসের ২৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে বেলাল কোরিয়া থেকে দেশে ফিরে বিকেলে শহরের একটি হোটেলে তার বন্ধুবান্ধবসহ আমাকে নিয়ে একটি সারপ্রাইজ পার্টি দেয়। এ সময় পর্যন্ত আমাদের সম্পর্ক স্বাভাবিক থাকলেও হঠাৎ তার বিয়ের আয়োজন হচ্ছে এমন খবর জানতে পেরে বুধবার রাতেই তার বাড়িতে চলে আসি। এ সময় আমাকে তার পরিবারের সদস্যরা বেধড়ক মারধর করে মোবাইল কেড়ে নেয়। পরে কোন সুরাহা না পেয়ে সারারাত তাদের বাড়িতে অবস্থান করি।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলাল হোসেন জীবন কয়েকদিন আগে কোরিয়া থেকে দেশে ফিরেছেন। এর মধ্যে মোবাইলে ছেলেটার অন্য মেয়ের সাথে বিয়ে হয়েছে বলে শুনেছি। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিয়ে পরবর্তী অনুষ্ঠান হবার কথা ছিল। এর মধ্যেই বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশনে বসেছে ওই নারী।

স্থানীয় ইউপি সদস্য মো. ফায়েজ উদ্দিন কালু বলেন, জীবন ছেলেটির অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে এটা আগেই শুনেছি। এখন ওই মেয়েও বিয়ের দাবি করছে। এনিয়ে সকালে ওই মেয়ের এলাকার মেম্বার এসে তাকে নিয়ে গেছে। এরপর কি হয়েছে তা জানা নেই।

এনিয়ে কথা বলতে কোরিয়া প্রবাসী বেলাল হোসেন জীবনের সাথে একাধিকবার যোগাযোগ করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের লোকজন পলাতক থাকায় তাদের কারো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সিনিয়র উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানান, বিয়ের দাবি নিয়ে অনশনে যাওয়ার ঘটনা ও প্রতারণার বিষয়ে অভিযোগ দিতে থানায় এসেছিল ওই নারী। বিষয়টি প্রাথমিকভাবে অনুসন্ধান করতেই পুলিশ পাঠানো হয়েছিল। এনিয়ে মামলা করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরও পড়ুন