ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

১২ পৌষ ১৪৩২, ০৬ রজব ১৪৪৭

বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের রাশেদ খাঁন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২:৩৪, ২৬ ডিসেম্বর ২০২৫

বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকারের রাশেদ খাঁন

ছবি :সংগৃহীত

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বিএনপিতে যোগদান করছেন। এরপর দলটির প্রাথমিক সদস্য পদ নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও মন্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে রাশেদ খাঁনকে পাওয়া যায়নি।

আবু হানিফ বলেন, গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে রাশেদ খাঁন ধানের শীষে নির্বাচন করবেন এবং তিনি বিএনপিতে যোগদান করে বিএনপির সদস্য পদ নেবেন। তিনি বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করবেন।

দলের সাধারণ সম্পাদক কে হবেন প্রশ্নে তিনি বলেন, সেটি আমাদের উচ্চতর পরিষদের পরবর্তী মিটিংয়ে কাকে দায়িত্ব দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন