টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ০০:৪৫, ২৭ ডিসেম্বর ২০২৫
ছবি :সংগৃহীত
শতবর্ষের আহবানে, বিজয়ের জয়গানে,এসো মিলিত হই শেকড়ে শ্লোগান নিয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।শুক্রবার ( ২৬ ডিসেম্বর) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী, কৃতি শিক্ষার্থীদের স্মারকও ক্রেস্ট প্রদান,দোয়া মাহফিল,আলোচনা সভা,মধ্যাহ্ন, রেফেল ড্র ইত্যাদি।
ডুয়েটের প্রফেসর প্রকৌশলী ডক্টর নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান খান। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কর্নেল অবঃ ডাঃ আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত ব্যাংকার আব্দুর রাজ্জাক, ডাঃ কায়েম উদ্দিন, প্রকৌশলী শফিকুল ইসলাম,বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফি উদ্দীন,দাতা সদস্য শামীম আহমেদ তালুকদার,উদযাপন কমিটির আহবায়ক মাহফিজুর রহমান,সদস্য সচিব কামরুল ইসলাম প্রমূখ।
শতবর্ষের এ অনুষ্ঠানে বিদ্যালয়ের নবীন, প্রবীন শিক্ষার্থীরা একে অপরের সাথে দেখা হতেই আবেগে আপ্লুত হয়ে পড়েন।জীবনের কর্মব্যস্ততায় এ দেখা যেন তাদের হাজার বছর পর।