ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

১২ পৌষ ১৪৩২, ০৬ রজব ১৪৪৭

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২:৪৮, ২৬ ডিসেম্বর ২০২৫

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

ছবি -বাংলার চোখ

সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টায় তারেক রহমান স্মৃতিসৌধে পৌঁছান এবং শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
সূর্যাস্তের আগেই জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরিকল্পনা ছিল তারেক রহমানের। কিন্তু ঢাকা-আড়িচা মহাসড়কের দুই পাশে দলটির নেতা-কর্মী ও সমর্থকদের ভিড়ে গন্তব্যে পৌঁছাতে প্রায় ৫ ঘণ্টা সময় লেগে যায়।

তাই শুক্রবার বিকাল ৫টা ৬মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতারা।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, মহান জাতীয় স্মৃতিসৌধের বেদীতে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিকেল ৫টা ৬ মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি (তারেক রহমান) ওখান থেকে স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যেহেতু পুষ্পস্তবক অর্পণ করার একটি নিয়মনীতি রয়েছে, সেটি সূর্যাস্তের আগে, তাই আমরা তার পক্ষ থেকে ৫টা ৬ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করলাম।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় ও ড. আব্দুল মঈন খান; বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান ও লুৎফুজ্জামান বাবর; ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন ডা. দেওয়ানা মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদদীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সন্ধ্যা ৫টা ১০ মিনিটের দিকে স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন তিনি। প্রায় সাড়ে ৪ ঘণ্টা যাত্রার পর তিনি স্মৃতিসৌধের প্রাঙ্গণে পৌঁছান। এ সময় ঢাকা-আড়িচা মহাসড়কের দুই পাশে অপেক্ষায় থাকা হাজার হাজার উৎসুক জনতার দিকে হাত নেড়ে হাসিমুখে সাবলিলভাবে সাড়া দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমানের আগমন ঘিরে স্মৃতিসৌধ এলাকাটি আগে থেকেই সাজিয়ে-গুছিয়ে রাখা হয়। এ সময় স্মৃতিসৌধ এলাকায় চার স্তরের নিরাপত্তাব্যবস্থা ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত রাখা হয়।

এদিকে, দীর্ঘ ১৯ বছর পর শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শুক্রবার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে শেরে বাংলা নগরস্থ জিয়া উদ্যানে পৌঁছে তিনি বাবার কবর জিয়ারত এবং ফাতিহা পাঠ করেন তিনি।

এর আগে সবশেষ ২০০৬ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ার পর বাবার কবর জিয়ারত করতে গিয়েছিলেন তিনি। এ সময় তার সঙ্গে মির্জা ফখরুল, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমদসহ বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার দুপুর ২টা ৫৩ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়িবহর গুলশানের ১৯৬ নম্বর বাড়ি থেকে জিয়া উদ্যানের পথে রওনা দেয়। পথে লাখো নেতাকর্মী দুই হাত নাড়িয়ে তাকে অভিবাদন জানান। গাড়ি থেকে তারেক রহমানও দু'হাত নেড়ে তাদের স্বাগত জানান। এতে তার জিয়া উদ্যানে পৌঁছাতে দীর্ঘ সময় লাগে।

তারেক রহমানের আগমন উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন সড়কজুড়ে শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন দেখা গেছে।

আরও পড়ুন