ঢাকা, রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫

১৩ পৌষ ১৪৩২, ০৮ রজব ১৪৪৭

কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজে আগুনে কর্মচারী নিহত

প্র্রতিনিধি

প্রকাশ: ২০:২৯, ২৭ ডিসেম্বর ২০২৫

কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজে আগুনে কর্মচারী নিহত

ছবি :সংগৃহীত

কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজ’-এ অগ্নিকাণ্ডের ঘটনায় এক কর্মচারী নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে যাত্রী পরিবহনের প্রস্তুতিকালে জাহাজটিতে হঠাৎ আগুন লাগে। এ ঘটনায় নুর কামাল নামের জাহাজের এক কর্মচারী নিহত হয়েছেন। অগ্নিকাণ্ডের সময় তিনি একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও কোস্টগার্ড চার ঘণ্টা পর সকাল ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসলেও জাহাজের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।

তিনি বলেন, জাহাজে আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তাৎক্ষণিকভাবে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন দিলে বিস্তারিত জানা যাবে।

কক্সবাজার ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, উদ্ধারকৃত মরদেহ সম্পূর্ণ পুড়ে গেছে। আর কেউ আছেন কিনা খোঁজা হচ্ছে। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আরও পড়ুন