প্র্রতিনিধি
প্রকাশ: ২৩:৪৪, ২৭ ডিসেম্বর ২০২৫
বড়লেখা থানা। ফাইল ছবি
মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় দুই ভাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কুয়েত প্রবাসী এবং অপরজন পেশায় কৃষক। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ফরেস্ট অফিস সংলগ্ন তাদের বাড়িতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর বড় ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৫) ও ছোট ছেলে আব্দুল কাইয়ুম (৪৮)। জামাল উদ্দিন প্রায় ৬ মাস আগে কুয়েত থেকে দেশে ফিরেছিলেন।
স্বজনরা জানান, হামলায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এই হামলার পেছনে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পরিবার বা স্থানীয়রা। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি ও মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, পুলিশ বর্তমানে ঘটনাস্থলে রয়েছে এবং নিহত দুজনের মরদেহ উদ্ধারের কাজ চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের বিশেষ তদন্ত শুরু হয়েছে।