চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০০:০৪, ২৮ ডিসেম্বর ২০২৫
ছবি -বাংলার চোখ
বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের কারণে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি প্রায় ৪০ শতাংশ কমে গেছে বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াহেদ। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে চেম্বার ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
এ সময় চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরসহ দেশের সব স্থলবন্দরের একই চিত্র বিরাজ করছে। আগের তুলনায় ভারত থেকে পণ্য আমদানি হচ্ছে মাত্র ৬০ শতাংশ। এতে দেশের ব্যবসা-বাণিজ্যে চরম নেতিবাচক প্রভাব পড়েছে ও মন্দাভাব দেখা দিয়েছে। এজন্য সার্কভুক্ত দেশ হিসেবে বাংলাদেশের মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করে প্রতিবেশী দেশগুলোর সাথে স্বাভাবিক আমদানি রফতানি নিশ্চিত করতে হবে। তাই ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশের জন্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রয়োজন। কেননা অন্তর্র্বতীকালীন সরকার ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।
মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের অবকাঠামো ও রহনপুর রেলশুল্ক স্টেশনের উন্নয়নসহ ৯ দফা দাবি তুলেন ধরে তিনি আরও বলেন, সোনামসজিদ স্থলবন্দর থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রাস্তা চার লেনে উন্নিতকরণসহ ঢাকাগামী সকল অন্ত:নগর রাত্রিকালীন ট্রেন চালু করতে সংশ্লিষট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানানো হয় মতবিনিময় সভায়।
এছাড়াও বারোঘরিয়া থেকে যাদুপুর নয়াগোলা দিয়ে আমনুরা পর্যন্ত বাইপাস সড়কের জন্য মহানন্দা নদীতে ব্রীজ নির্মাণ এবং আমনুরা রেল স্টেশনের পাশে কৃষিভিত্তিক ইপিজেড নির্মাণ এবং ব্যবসায়ীদের জন্য আগের মতো সিঙ্গেল ডিজিট সুদের হার করার দাবিও জানান তিনি।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, সহ-সভাপতি আকতারুল ইসলাম রিমন, পরিচালক রাইহানুল ইসলাম লুনা, জাহাঙ্গীর কবির, আব্দুল বারেক, শুকুরুদ্দিন, শহিদুল ইসলাম ও মনিরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।